শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

পেকুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়নি

পেকুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়নি

অনলাইন বিজ্ঞাপন

এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া ॥   
কক্সবাজারের পেকুয়ায় পালিত হয়নি বিশ্ব শিক্ষক দিবস। এনিয়ে সচেতন মহল প্রকাশ করেছে ক্ষোভ। জানা যায়, সকল মানূষের কাছে পিতা-মাতার পর যাদের স্থান তারা হলো শিক্ষক সমাজ। শিক্ষকরা সমাজে মানূষ গড়ার কারিগর হিসাবেও সর্বজন স্বীকৃত ও পরিচিত। তাই আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রতিষ্টানগুলো সমাজে শিক্ষক হিসাবে পরিচিত ও প্রতিষ্টিতদের সম্মানিত করতে চালু করে বিশ^ শিক্ষক দিবস। প্রতি বছরের ৫অক্টোবর সারা বিশে^ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। আমাদের দেশেও আন্তর্জাতিক আয়োজনের সাথে সংগতি রেখে পালিত হয়ে আসছে বিশ^ শিক্ষক দিবস। আমাদের দেশেও গত কয়েক বছর ধরে নানা আয়োজনে দিনটি পালিত হলেও জেলার পেকুয়ায় দেখা তার ব্যতিক্রম। কোন মহল দিবসটি পালনে নেয়নি উদ্যোগ। এবিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ হানিফ চৌধুরীর কাছে জানতে চাইলে, ৫অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস ছিল, আছে থাকবে মন্তব্য করে তিনি বলেন, ওপেন অফিস ডে আর প্রশাসনিক বা রাষ্ট্রীয় ভাবে পালনের নির্দ্দেশনা না পাওয়ায় তাদের পক্ষে দিবসটি এবার পালন সম্ভব না হলেও আগামীতে তাদের সংগঠনের পক্ষ থেকে দিনটি জাকজমক ভাবে পালন করা হবে বলে জানান। পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নেতা মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ-ও একই মন্তব্য করেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান ৫অক্টোবরের বিশ^ শিক্ষক দিবস পালনে শিক্ষকতা পেশায় সংশ্লিষ্টদেরই উদ্যোগ নিতে হবে বলে জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM