রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
শাহীনশাহ, টেকনাফ॥
টেকনাফের হোয়াইক্যং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকো সিসেস্টম্স এন্ড লাইভলিহুড (ক্রেল) উদ্যোগে বাউ ড্রাগন ফলের চারা বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর বিকাল ৩ টায় হোয়াইক্যং সহ ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে ওই চারা বিতরণ সভা অনুষ্ঠিত হয়। হোয়াইক্যং ক্রেল অফিসের লাইভলিহুড ফ্যসিলিটেটর জগদিশ মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএমসির সভাপতি আলমগীর চৌধুরী, সদস্য ও সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, গিয়াস উদ্দিন, চারা গ্রহীতা ওসমান সরওয়ার, মোঃ শাহজালাল প্রমূখ। সভায় ওই ফলের ভূমিকার পাশাপাশি পুষ্টির গুণাগুন বিশদভাবে আলোচনা করা হয়। হোয়াইক্যং ক্রেল অফিস জানান, আয় বৃদ্ধির জন্য বিকল্প জীবিকায়ন হিসেবে চারাগুলো বিতরণ করা হয়েছে। প্রাথমিক ১৪ জনকে ড্রাগন চারা বিতরণ করা হয়েছে। তাদের মধ্য থেকে ৪ জনকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউ জার্মপ্লাজম সেন্টার ও পাশাপাশি বাকি দশজনকে হট্টি কালচার সেন্টার থেকে বাউ ড্রাগন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় ও জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ড.এমএ রহিম।
মন্তব্য করুন