তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বাংলাদেশে নিরাপদ অনুভব করছি। এখন সরকার নিরাপত্তামূলক যে ব্যবস্থা নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’
বার্নিকাট জানান, বাংলাদেশে বিদেশিদের ওপর আক্রমণের বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে ছিল। বিষয়টি সরকারকেও অবহিত করা হয়েছিল।
তিনি আরো বলেন, এই ধরণের হুমকি অবহেলা করা উচিত না। এখন খুব জরুরি হয়ে পড়েছে বাংলাদেশে আইএসআইয়ের সম্ভাব্য উত্থান ঠেকানোর উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের রেড এলার্ট জারির পর এক ধরণের ভীতি তৈরি হয়েছে, কেন এ ধরণের রেড এলার্ট দেয়া হয়েছিল এ প্রশ্নে বার্নিকাট বলেন, রেড এলার্ট মানে আমরা কাউকে দেশ ছেড়ে যেতে বা না আসতে বলিনি। বলেছি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে। নিজ দেশের নাগরিকদের জন্য এটিই আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন।