বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর ঘোষণা করেছে সরকার। বিদ্যমান সরকারি ছুটির তালিকায় এটি ২৩ অক্টোবর হিসেবে দেওয়া রয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, সরকারি ছুটির তালিকায় ২৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি দেওয়া রয়েছে, কিন্তু এটি ২২ অক্টোবর হবে। সচিব বলেন, কেবিনেটের বিষয় না হলেও ছুটি-সংক্রান্ত এ বিষয়টি জরুরি বলে আলোচনায় তোলা হয়। এ ছাড়াও মন্ত্রিসভার ৭৯তম এ বৈঠকে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন