বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল সড়ক সংলগ্ন খানেকা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ির তিতা মাঝির পাড়ার মোহম্মদ আলী ও রামু উপজেলার খুনিয়াপালং এলাকার আলী আহমদ। এদের মধ্যে মোহম্মদ আলী হাসপাতাল সড়কের নৈশ প্রহরী ও আলী আহমদ খানেকা জামে মসজিদের মুয়াজ্জিন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ওই দু’জনের বিরুদ্ধে বিচারক সাদিকুল ইসলামের বিরুদ্ধে লিফলেট বিলি করে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মন্তব্য করুন