বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া ॥
কক্সবাজারের পেকুয়ায় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্টানে ইউএনও মোঃ মারুফুর রশিদ খান বলেছেন, সরকার, স্থানীয় প্রশাসন ও জন-সমাজ প্রতিনিধিদের জনহিতকর কাজের সূফল সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উন্নয়ন মেলার মাধ্যমে সরকার, প্রশাসন, জন-সমাজ প্রতিনিধিদের কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহীতার পাশাপাশি সর্বসাধারনের জন্য গৃহিত এবং সম্পাদিত উন্নয়ন জনহিতকর কাজের সূফল নিশ্চিত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। আর এতে উন্নয়নের নিরাপত্তা ও সূফল নিশ্চিত করার সাথে অর্জিত হবে মেলার স্বার্থকতা। উন্নয়ন মেলার গুরুত্ব অপরিসীম হলেও তার আয়োজনে বরাদ্ধ অপ্রতুল উল্লেখ করে তিনি আরো বলেন, বরাদ্ধ বাড়িয়ে এ মেলা তৃণমুলেও ছড়িয়ে দেয়া উচিৎ। সারাদেশের মতো পেকুয়াযও অনুষ্টিত হয়েছে উন্নয়ন মেলা। গত ২অক্টোবর থেকে ৪অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপী এ উন্নয়ন মেলা সম্পন্ন হয়। গতকাল ৪অক্টোবর রোবার এ উন্নয়ন মেলার সমাপনী দিনে পেকুয়া জিএমসি স্কুল চত্বরে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান। উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জিএমসি স্কুলের প্রধান শিক্ষক মাষ্টার এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান রাব্বানী, পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা এম. ওসমান গণি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কানুনগো বাবু সুখ হরন চাকমা, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ হানিফ চৌধুরী ও সংবাদকর্মীদের পক্ষে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন(বিওজেএ)র’ সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য নেতৃস্থানীয়রা। ৩দিন ব্যাপী অনুষ্টিত এ উন্নয়ন মেলায় স্টল ও প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করায় উজানটিয়া ইউনিয়ন পরিষদ, ২য় স্থান অধিকার করায় প্রাথমিক শিক্ষা বিভাগ ও ৩য়স্থান অধিকারী হিসাবে বিআরডিবি’র একটি বাড়ি একটি খামার প্রকল্প সংশ্লিষ্ট নেতৃস্থানীয়দের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন