বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
জেলার চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী কমিউনিটি সেন্টারের সামনে সেনাবাহিনীর জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৈনিক নাঈম ও সৈনিক শফিকুর রহমান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনাসদস্য।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মোহাম্মদ সাজ্জাদ ও আরিফুল ইসলাম নামে দুই সৈনিক আহত হয়েছেন। তাদের মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর দুই সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM