বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
উখিয়ার স্কুল ছাত্রী রুজিনা আক্তার (১৪) অপহরণের ৭ দিন পরও উদ্ধার হয়নি। তিনি পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। উখিয়া থানায় দায়ের কৃত এজাহার সূত্রে জানাযায়, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের কালু মিয়ার কিশোরী কন্যা ও স্কুল ছাত্রী রুজিনা আক্তার গত ২৮ সেপ্টেম্বর সকালে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সন্ত্রাসীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ৭ দিন পরও আইন শৃঙ্খলা বাহিনী অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে অপহরণের মূলহোতা একই গ্রামের আমির হোছনের পুত্র আব্দু রহিম ও সোনা আলী ড্রাইভারের পুত্র আব্দুল গফুরকে প্রধান আসামী করে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
স্কুল ছাত্রীর পিতা- কালু মিয়া সাংবাদিকদের বলেন, আমার স্কুল পড়–য়া কিশোরী কন্যাকে সন্ত্রাসীরা অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখে অমানষিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবী করছে। সর্ব শেষ খবরে জানা যায় স্থানীয় প্রভাব শালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন