বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

চকরিয়ার নিহত দুজনের লাশ তোলা হবে কবর থেকে

চকরিয়ার নিহত দুজনের লাশ তোলা হবে কবর থেকে

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২ ফেব্রুয়ারি রাতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় কক্সবাজারের চকরিয়ার নিহত দুজনের লাশ কবর থেকে তোলা হবে। মামলার অধিকতর তদন্তে লাশ দুটি উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। লাশগুলো উপজেলার বরইতলী ইউনিয়নের দক্ষিণ পহরচাঁদা গোবিন্দপুর গ্রামের কবরস্থানে রয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, ঘটনার পরদিন কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালত ওই নির্দেশ দেন সমপ্রতি। পরবর্তীতে এই সংক্রান্ত আদেশ চকরিয়া থানায় এসে পৌঁছায়। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লাশ উত্তোলনের আদেশ সংক্রান্ত চিঠিটি হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো. আইয়ুব খানের কাছে পাঠানো হয়। যে দুজনের লাশ উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন উপজেলার বরইতলী ইউনিয়নের দক্ষিণ পহরচাঁদা গোবিন্দপুর গ্রামের ছালেহ আহমদ সওদাগরের ছেলে মোহাম্মদ ইউছুপ (৪৬) এবং একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে রাশেদুল ইসলাম বাদশা (৩৫)।

এ প্রসঙ্গে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো. আইয়ুব খান কালের কণ্ঠকে বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় নিহত দুজনের লাশ কবর থেকে উত্তোলন সংক্রান্ত আদেশটি হাতে পেয়েছি। নিয়মানুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ দুটি উত্তোলন করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘হয়তো কোনো অজ্ঞাত কারণে মামলার ভিকটিম নিহত দুজনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন ও আলামত নষ্ট হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে চৌদ্দগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালত এই আদেশ দিয়েছেন। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হারবাং পুলিশ ফাঁড়ির আইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তবে কবে নাগাদ কবর থেকে লাশ উত্তোলন করা হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM