বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এসএসসি ও এইচএসসিতে বিষয় কমিয়ে দ্রুত সময়ে পরীক্ষা নেয়ার চিন্তা করছে সরকার।
রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এসএসসিতে দেড় মাস ও এইচএসসি পরীক্ষায় পৌনে দুই মাস সময় লাগে। এই সময়ে স্কুল-কলেজে ক্লাস বন্ধ থাকে। ফলে ছেলে-মেয়েদের রেজাল্ট খারাপ হচ্ছে। তাই এ পাবলিক দুটি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
শিক্ষামন্ত্রী আরো জানান, আলোচনার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতন বৈষম্য দূর করা সম্ভব। এজন্য আগামী ৬ অক্টোবর মঙ্গলবার শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করা হবে। আশা করি, সমস্যার সমাধান হবে।
মন্তব্য করুন