আলোকিত কক্সবাজার ডেক্স॥
মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার পর থেকে সেখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এ ঘটনায় শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করায় দুপুরে মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এদিকে পূর্বঘোষিত প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
আন্দোলনকারীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ জানান, এখান থেকে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করতে যাবেন। কিন্তু পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে অভিযোগ পাওয়া গেছে, ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে। সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়ার কথাও অভিযোগ করেন অনেকে।
মন্তব্য করুন