মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

দেশের পরিস্থিতি নাজুক: বি. চৌধুরী

দেশের পরিস্থিতি নাজুক: বি. চৌধুরী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী- ফাইল ছবি
দেশের পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে বলে দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্যের হাতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বি চৌধুরী বলেন, ‘দেশে এসব কি হচ্ছে,বোঝা যাচ্ছে না। এতে দেশের নাজুক পরিস্থিতি আরও নাজুক হচ্ছে।’
তিনি বলেন, ‘কে বা কারা ষড়যন্ত্র করছে এ অবস্থা নিয়ে আমরা আরও শংকিত হলাম। কয়েকদিন আগে ইতালির একজন নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন সরকার দলীয় সংসদ সদস্যের হাতে এক শিশু আহত হওয়ার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নতুন মাত্রা যোগ করলো।’
বিবৃতিতে তিনি  আরও  বলেন, ‘এদিকে র‌্যাবের হেফাজতে মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তথাকথিত জড়িত একজন কর্মকর্তা হৃদরোগে মারা যাওয়ায় আমরা ভীত-সন্ত্রস্ত। অথচ এ সব বিষয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক নেতা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ খুব একটা দায়িত্বশীল কথা-বার্তা বলছেন না।’
সাবেক এই রাষ্ট্রপতি প্রশ্ন করে বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ আসতে অস্বীকৃতি জানিয়ে বিশ্ব ক্রিকেটে কি আমাদেরকে পাকিস্তানের পর্যায়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM