বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

হত্যাকাণ্ডে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক : বিএনপি

হত্যাকাণ্ডে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক : বিএনপি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স

দুজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে দুই বিদেশি হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপন এসব কথা বলেন।

রিপন বলেন, বিষয়টি যখন তদন্তের পর্যায়ে এবং ঘটনার জন্য কারা দায়ী তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিশ্চিত নন, তখন শাসকদলের প্রধানের এই বক্তব্য দুঃখজনক। তার কাছ থেকে আরো দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি। তিনি আরো বলেন, দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড পরিকল্পিত ও এই হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে বলে যে কথা প্রধানমন্ত্রী বলেছেন তখন সেটা অনভিপ্রেত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM