রোববার সকালে শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাকলিয়া থানার পরিদর্শক শহীদুল ইসলাম চৌধুরী জানান।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক শহীদুল বলেন, দক্ষিণ চট্টগ্রামগামী একটি গাড়ি সেতুতে উঠার সময় পথচারী ওই যুবককে চাপা দিয়ে চলে যায়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে যুবকটিকে হাসপাতালে আনা হয়। তাকে যারা এনেছিলেন তারা জানিয়েছেন একটি মাইক্রোবাস যুবকটিকে চাপা দিয়েছে।”
মন্তব্য করুন