সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

শাকিব খানের আচরণে হতবাক চলচ্চিত্র সংশ্লিষ্টরা

শাকিব খানের আচরণে হতবাক চলচ্চিত্র সংশ্লিষ্টরা

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স॥

শুক্রবার এফডিসিতে অবস্থান করেও দেশের জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের জানাজায় অংশ নেননি শাকিব খান। তবে এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলামের জানাজাতেও শাকিব এমন করেছেন। দেশীয় চলচ্চিত্রের এ অপ্রতিদ্বন্দ্বী নায়ক একইসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও।
জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন মারা গেছেন। শুক্রবার দুপুরে আওলাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। তাকে শেষ বিদায় জানাতে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ছুটে এসেছিলেন এফিডিসিতে। অথচ এফডিসির ভেতরে থেকেও জানাজায় অংশ নেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান। শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। নির্মাতা শফিক হাসান শুটিং বন্ধ রেখে জানাজায় অংশ নিলেও শাকিব খান আসেননি। শাকিবের এমন আচরণে হতবাক চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM