শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

জীবন সঙ্গিনী খুঁজে না পাওয়ায় ক্ষতিপূরণ মিলল ৫০,০০০ টাকা

জীবন সঙ্গিনী খুঁজে না পাওয়ায় ক্ষতিপূরণ মিলল ৫০,০০০ টাকা

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

জীবন সঙ্গিনী খুঁজে পাবেন না। তাই তরুণ আইনজীবীকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট। ১৯৯৯ সালে চেন্নাইতে এক দুর্ঘটনায় আহত হন ওই আইনজীবী। তারপর থেকে শারীরিকভাবে প্রায় অক্ষম হয়ে পড়েছেন তিনি। সব মিলিয়ে তাঁকে ৯ শতাংশ সুদসহ মোট ৩৫.৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আদালতের পক্ষ থেকে।
একাধিক ক্ষেত্রে তাঁকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বেকার হয়ে যাওয়ার জন্য, শারীরিক অক্ষমতা ও মানসিক অসুস্থতার জন্য এবং জীবন সঙ্গিনী খুঁজে না পাওয়ার জন্য তাঁকে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মাদ্রাস হাইকোর্ট তাঁকে ৩৫.২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্ট সেই পরিমাণ আরও বৃদ্ধি করে এবং জীবন সঙ্গিনী খুঁজে না পাওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে সায় দেয়।
উল্লেখ্য, ১৯৯৯-এর ৮ অগাস্ট বাইকে করে পৌনধামালির দিকে যাচ্ছিলেন আইনজীবী এস আচুটান। সেখানে যাওয়ার পথে অটোর ধাক্কায় দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ক্ষেত্রে মিলিয়ে মোট ৫১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM