সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
একজন সফল অভিনেতা হিসেবে মোশাররফ করিমের তারিফ নেই। প্রতি নাটকেই তিনি দর্শকদের সামনে নিত্য নতুন চরিত্রে হাজির হন। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে ব্যাকআপ আর্টিস্ট হিসেবে। নাটকের নামটাও ‘ব্যাকআপ আর্টিস্ট’।
পলাশ মাহবুবের রচনা এবং আবুল হায়াত মাহমুদের পরিচালনায় ‘ব্যাকআপ আর্টিস্ট’ নাটকে মোশাররফ করিম ছাড়া আরো অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, জুঁই করিম, মৌসুমি সরকার, পাভেল প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা আবুল হায়াত মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘দর্শকদের চাহিদা মাথায় রেখে নাটকটি ভিন্নভাবে তৈরি করেছি। মোশাররফ করিমসহ সবাই খুব ভালো কাজ করেছে। আশাকরি নাটকটি দেখে দর্শকরা অনেক মজা পাবেন।’
তিনি আরো জানালেন, আসছে ঈদে বৈশাখী টেলিভিশনে ‘ব্যাকআপ আর্টিস্ট’ নাটকটি প্রচারিত হবে বলে চূড়ান্ত হয়েছে।
মন্তব্য করুন