পোর্তো আলেগ্রেতে মায়ের জন্মদিন পালন করতে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী রোনালদিনিয়ো। সেই সময় ব্রাজিলের রাজধানী রিও দে জেনেইরোর এক রাস্তা থেকে তার গাড়িটি ছিটকে পড়ে। বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকার গাড়িটি চালাচ্ছিলেন তার চালক।
দুর্ঘটনার পর রোনালদিনিয়োর এজেন্ট ও ভাই রবের্তো দে আসিস সাংবাদিকদের জানান, সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হননি। দুর্ঘটনার সঙ্গে অন্য কোনো গাড়িও জড়িত ছিল না।তবে দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় বেঁচে যাওয়ার পর এক ভক্ত রোনালদিনিয়োর সঙ্গে সেলফি তুলতে চাইলে তিনি একটু অস্বস্তির মধ্যেই পড়ে যান।
কয়েকদিন আগে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় রোনালদিনিয়োর।
মন্তব্য করুন