মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
বার্তা পরিবেশক –
জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সভাপতি রাশেদুল হক রাসেল বলেছেন, ‘দেশে যখন নৈরাজ্য ও একদলীয় শাসনের যাতাকলে পিষ্ট পুরো জাতি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ‘জাতিকে উদ্ধারের সেই আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীরাই সবসময় রক্ত দিয়ে এসেছে। এখনও ছাত্রদলই যে কোন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি শুক্রবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে পেকুয়া উপজেলা ছাত্রদলের কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবিন প্রমূখ।
এই সভায় নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ছাত্রদল আহবায়ক কামরান জাদিদ মুকুট, সিনিয়র যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ, যুগ্ম আহবায়ক জাহেদ হোসেন, ইয়াছিন আরাফাত, এনামুল হক, সাখাওয়াত হোসেন রুবেল, আকিক মামুন, সোহেল আজিম ও জাহেদ হাসান।
মন্তব্য করুন