রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৭টি বসত বাড়ী। শুক্রবার সকালে চান্দের ঘোনার ফরিদুল আলমের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভোক্তভূগী পরিবার।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ২ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে চান্দের ঘোনার জনৈক ফরিদুল আলম প্রকাশ ফরিজার বাড়ীতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই সিলিন্ডার ফেটে আকষ্মিক অগ্নিকান্ডের ব্যাপক আকার ধারণ করে। পরে তা আরো ৬টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এ আগুন জলে। আগুনে শিখা দ্বিতল বিশিষ্ট টিন শেডের ৭টি পরিবারের বসত বাড়ী স¤পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয় যায়। অগুনের কবল থেকে ঘরের কোন জিনিসপত্র রক্ষা করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত বা অগ্নিদগ্ধ হয়নি। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সৌদি প্রবাসী ছৈয়দ আলম, ছগির আহমদ, মো. তৈয়ব, মো. ওসমান, কামাল উদ্দীন, জহুর আলম প্রমুখ। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। খবর পেয়ে চকরিয়া থেকে দমকল বাহিনী এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করেছেন বলে জানান এএসআই আমিরুল ইসলাম। ভোক্তভূগীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকার উপরে হতে পারে।
মন্তব্য করুন