ওয়াহিদ রুবেল, কক্সবাজার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে যাওয়ায় সোমবার সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটক নিয়ে টেকনাফে ফিরে এসেছে দু’টি জাহাজ। বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজ দু’টি দুই শতাধিক পর্যটক নিয়ে টেকনাফে ফিরে এসেছে। সুস্থভাবে ফিরে আসতে পেরে গত তিনদিন ধরে আটকে থাকা পর্যটকরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান ছিদ্দিকী পর্যটক ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিম্নচাপ কেটে যাওয়ায় সোমবার সকাল সাড়ে দশটায় ও দুপুর সাড়ে ১২ টায় দুটি জাহাজ সেন্টমার্টিনে পাঠানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজ দুটি পর্যটক নিয়ে নিরাপদে ফিরে এসেছে।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। এছাড়া সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে পড়ে । ফলে বঙ্গোপসাগরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ । এ অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে রাত্রীযাপনে থেকে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েন। সোমবার বৈরি আবহাওয়া কেটে গেলে আটকে পড়া পর্যটক নিয়ে আনার জন্য কেয়ারি সিন্দাবাদের দুটি জাহাজ সেন্টমার্টিনে পাঠানো হয়।
কেয়ারি সিন্দাবাদের টেকনাফস্থ পরিচালক শাহ আলম জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সতর্ক সংকেত চলমান থাকায় গত শুক্রবার থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। ফলে এর আগের দিন সেন্টমার্টিন গিয়ে থেকে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েন। নিম্নচাপ কেটে যাওয়ায় সোমবার সকালে পূর্ব নিয়মে পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন গেছে। বিকেলে পর্যটক নিয়ে জাহাজ দুটি ফিরে এসেছে।
পর্যটক দিদারুল আলম বলেন, একদিকে আবহাওয়া নিয়ে আতংকের মধ্যে ছিলাম, অন্যদিকে টাকা পয়সা সংকটের ফলে খাবার কিনতে কষ্ঠ পেয়েছি।
খাইরুল হাসান নামে অপর এক পর্যটক বলেন, আমাদের নিরাপত্তারর জন্য প্রশাসনের কর্মকর্তারা তৎপরতা ছিল। তাই নির্ভয়ে সেখানে ছিলাম। আজ আমরা নিরাপদে ফিরে এসেছি।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। সোমবার সকাল ১০টা থেকে পূর্বের দেয়া সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। সোমবার বেলা ১২টা পর্যন্ত কক্সবাজারে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন