নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার রামু উপজেলা বি,এন,পির সভাপতি ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম, ফেরদৌস সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।
১০ ডিসেম্বর রবিবার সকাল ৭টার দিকে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
বিকাল ৫টায় খুনিয়াপালংস্থ নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তিনি কক্সবাজার শহরে সী-কুইন মার্কেটের সামনে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী টমটম ধাক্কা দিলে মটর সাইকেল আরোহী ফেরদৌস গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
দূর্ঘটনার আঘাত গুরুতর হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন