রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

ইবিতে ৩ সহকারী প্রক্টর নিয়োগ

ইবিতে ৩ সহকারী প্রক্টর নিয়োগ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তাদের এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

নিয়োগ পাওয়া তিন সহকারী প্রক্টর হলেন- আইন বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আল মুহিত এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শামিম হোসেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম তাদের নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, কয়েকজন সহকারী প্রক্টর দেশের বাইরে চলে যাওয়ায় নতুন করে তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM