বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন

টিকিট কালোবাজারির অভিযোগ কমলাপুরে আটক ৬

টিকিট কালোবাজারির অভিযোগ কমলাপুরে আটক ৬

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

ATOK120150916051942টিকেট কালোবাজারি সন্দেহে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছয় ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টিকিট নিতে যাওয়া যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত থেকেই টিকেটপ্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তারা অভিযোগ করেন, আটক এই ব্যক্তিদের কাউকেই তারা আগে লাইনে দেখেননি।

এদিকে সকালেই তারা লাইনে প্রবেশ করেছে। এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে কমলাপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদের সেই মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM