বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

টেকনাফ ৩০ হাজার পিস ইয়বাসহ আটক ১

টেকনাফ ৩০ হাজার পিস ইয়বাসহ আটক ১

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়বাসহ ১ জনকে আটক করেছে। শুক্রবার রাতে টেকনাফ আচারবনিয়া লবন মাঠ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো: ইমাম হোসেন(২২)। তিনি টেকনাফ সাবরাং আচারবনিয়া এলাকার মৃত ছৈয়দ আহম্মদ’র পুত্র।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ পরিচালক মোঃ আজহারুল আলম জানিয়েছেন, টেকনাফ আচারবনিয়া লবন মাঠ এলাকায় রাতে টহলরত বিজিবি’র সদস্যরা ধৃত ব্যক্তিকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ইমাম হোসেন পালিয়ে যেতে চাইলে বিজিবি’র সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লক্ষ টাকা। পরে ধৃত ব্যাক্তিকে মাদক দ্রব্য আইনের ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM