রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্তিতে খুশি বিএনপি

প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্তিতে খুশি বিএনপি

অনলাইন বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, এই পুরস্কার প্রাপ্তিতে তারা খুশি। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এই পুরস্কার পাওয়ায় আমরা খুশি। আমাদের দেশের নাগরিক সৈয়দ আতিক রহমান আট বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী এই পুরস্কার পাওয়ায় আমরা খুশি। বাংলাদেশের যাবতীয় অর্জনেই আমরা খুশি হই।
দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল ও খোরশেদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কাউকে দলের দায়িত্ব দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, নির্দিষ্টভাবে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। খালেদা জিয়া দেশে ফিরলে মির্জা ফখরুল ইসলামকে মহাসচিব করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ওনাকে ‘ভারপ্রাপ্ত মহাসচিব বলি না। মাননীয় মহাসচিব বলি।’
হজ ব্যবস্থাপনায় ব্যর্থতার নিন্দা
এ সময় সরকারের হজ ব্যবস্থাপনায় ব্যর্থতার নিন্দা জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, হাজী সাহেবদের দেখভাল করা, খেদমত করা ও খোঁজখবর নেয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, হজ মিশন ও সৌদিতে বাংলাদেশ দূতাবাস চরম ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতা ও অবহেলায় হাজী সাহেবরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। বিএনপি এর তীব্র নিন্দা জানাচ্ছে। রিপন বলেন, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স হজ যাত্রী পরিবহনে নিয়োজিত। কিন্তু সৌদি বিমান কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারলেও বাংলাদেশ বিমান পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে হাজী সাহেবরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে অতিরিক্ত লোকবল পাঠিয়ে হাজীদের দেশে ফেরা নির্বিঘ্ন করার দাবি জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ সৌদি আরবে হজ পালনের জন্য গিয়েছিলেন। এর মধ্যে ১১ হাজারের মতো হাজী দেশে ফিরেছেন। ফিরতি পথেও তারা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। প্রতিটি ফ্লাইট ১৫ থেকে ১৬ ঘণ্টা বিলম্ব হয়েছে। অনেক হাজী তৃষ্ণা মেটাতে এক গ্লাস পানিও পাননি। তারা যখন দেশে আসেন, তখন অনেকেই তাদের কাছে দোয়া চাইতে যান। কিন্তু এবার হাজী সাহেবরা আসছেন বিক্ষুব্ধ হয়ে। তাদের এই ক্ষোভ সরকারের জন্য কী মঙ্গলজনক হবে?
এদিকে, মিনায় পদদলিত হয়ে নিহত হাজীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আগামী শুক্রবার কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং সারাদেশের সব মসজিদে নিহত হাজীদের আত্মার মাগফেরাত কামনা করে কর্মসূচি পালন করা হবে বলে জানান আসাদুজ্জামান রিপন।
মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের
আন্দোলনের প্রতি সমর্থন
সংবাদ সম্মেলনে মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রিপন বলেন, মেডিক্যালে ভর্তির জন্য শিক্ষার্থীদের আন্দোলন ন্যায়সঙ্গত। বিএনপি এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সদয় আচরণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি ।
ইউজিসির সহকারী পরিচালকের মৃত্যুতে
বিচার বিভাগীয় তদন্ত দাবি
প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাবের হেফাজতে মৃত্যুবরণের ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। দলের তরফ থেকে রিপন বলেন, আইনি হেফাজতে থাকা অবস্থায় কারো মৃত্যু মেনে নেয়া যায় না। এটা কারো কাম্য নয়। এটা বাংলাদেশের মানবাধিকারের ইনডেক্সকে আরও নিচে নিয়ে যাবে। আমরা এটা সমর্থন করি না। এই মৃত্যুর নিন্দা জানাই। এজন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM