বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসময় ১২টি কাঠের নৌকা জব্দ করা হয়। প্রতিটি নৌকায় চার/পাঁচ মণ করে ইলিশ পাওয়া গেছে।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশ অফিসার এম দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় প্রতিবছর লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা নিষিদ্ধ করা হয়। ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। এসময় ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ওই ১৮০ জেলেকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন