বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

ইলিশ ধরায় চট্টগ্রামে ১৮০ জেলেকে আটক

ইলিশ ধরায় চট্টগ্রামে ১৮০ জেলেকে আটক

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে প্রায় ৬০ মণ ইলিশ মাছসহ ১৮০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এসময় ১২টি কাঠের নৌকা জব্দ করা হয়। প্রতিটি নৌকায় চার/পাঁচ মণ করে ইলিশ পাওয়া গেছে।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশ অফিসার এম দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় প্রতিবছর লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা নিষিদ্ধ করা হয়। ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। এসময় ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ওই ১৮০ জেলেকে আটক করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM