শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
ইউরোপা লিগে টানা দুই ম্যাচে হোঁচট খেল লিভারপুল। সুইস ক্লাব এফসি সিওনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইংলিশ জায়ান্টরা। এর আগে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে বোর্ডেক্সের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করে অল রেডসরা।
অ্যানফিল্ডে খেলা শুরুর চার মিনিটেই ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লাল্লানার গোলে লিড নেয় লিভারপুল। অবশ্য সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি সিওন। ১৭ মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন ঘানাইয়ান তরুণ স্ট্রাইকার ইবেনেজার আসিফুয়াহ।
ঘরের মাঠে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে ঢের এগিয়ে ছিল অল রেডসরা। কিন্তু, প্রতিপক্ষের ডিফেন্স দেয়াল ভাঙতে না পারায় স্বাগতিকদের সব প্রচেষ্টাই ভেস্তে যায়। তাই শেষ পর্যন্ত হতাশাজনক ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পরবর্তী ম্যাচে রাশিয়ান ক্লাব রুবিন কাজানের মুখোমুখি হবে লিভারপুল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা পাঁচ মিনিটে ম্যাচটি শুরু হবে।
মন্তব্য করুন