চ্যাম্পিয়ন্স লিগে সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে বুধবার রাতে জোড়া গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানের জয় এনে দেন রোনালদো।
ক্লাব রেকর্ড ছোঁয়ার পাশাপাশি জাতীয় দল আর ক্লাব ফুটবল মিলিয়ে ৫০০ গোলের মাইলফলকেও পা রাখেন রোনালদো। সব মিলিয়ে পর্তুগাল অধিনায়কের গোলসংখ্যা এখন ৫০১টি।
রিয়ালের রেকর্ড আর ব্যক্তিগত মাইলফলক নিয়ে ম্যাচ শেষে কথা বলেন তারকা এই ফরোয়ার্ড।
“আমি খুব খুশি। এই সংখ্যাটায় পৌঁছাতে সাহায্য করার জন্য সব সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে রেকর্ড ভাঙাটা সম্মানের।”
এদিন গোলের আরেকটি ক্লাব রেকর্ড গড়েন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির সর্বোচ্চ গোলের (৬৭টি) মালিক এখন তিনিই। এতদিন এই রেকর্ডটি ছিল ৬৬ গোল করা রাউলের অধিকারে।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতাও রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়ালের হয়ে ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে ৮২টি গোল তার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ গোল করেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ৭১ গোল নিয়ে এর পরই আছেন রাউল।
রোনালদোর অর্জনকে স্বাগত জানান রাউল। ম্যাচ শেষে রিয়ালের সাবেক অধিনায়কের অভিনন্দন পাওয়ার বিষয়টি জানান রোনালদো।
“আমার আরও গোল করার আশা ব্যক্ত করে রাউল আমাকে বার্তা পাঠিয়েছে।”
মন্তব্য করুন