ব্রাজিল জাতীয় দলের অধিনায়ককে অর্থনীতি বিষয়ক কিছু পরামর্শও সেই বার্তায় দেন তিনি।
“টাকা কর স্বর্গে নিয়ে যাও, অবশ্যই বৈধভাবে। ব্রাজিলে অনেক বেশি কর দিতে হয়। … ভূমধ্যসাগরীয় সৈকতে জীবন উপভোগ করো।”
ইনস্টাগ্রামের সেই বার্তায় এরপর রিবেইরো যোগ করেন, “আর কিছু বছর খেলো এবং ইউরোপে ক্যারিয়ার শেষ করো, সম্ভব হলে রিয়াল মাদ্রিদে।”
কর ফাঁকি দেওয়ার অভিযোগে সম্প্রতি নেইমারের ৪ কোটি ২০ লাখ ইউরো মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। ব্রাজিলের একটি আদালত ২০১১ সাল থেকে বার্সেলোনার এই তারকার ফাঁকি দেওয়া কর আদায়ে এই আদেশ দেয়।নেইমারের অভিভাবক অবশ্য কর ফাঁকির এই অভিযোগ উড়িয়ে দেয়। তারা বলছেন, নেইমারের আয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
মন্তব্য করুন