হৃত্বিকের সঙ্গে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর শোনা যাচ্ছিল, অর্জুনের সঙ্গে সুজানের সম্পর্কই তাদের বিচ্ছেদের কারণ। এই খবরের সত্যতা কখনোই স্বীকার করেননি সুজান কিংবা অর্জুন।
বলিউডলাইফ বলছে, সম্প্রতি একটি রেস্তোরাঁয় এক সঙ্গে সময় কাটাতে দেখা গেছে দুজনকে। প্রত্যক্ষদর্শীর মতে, প্রথমে জনশূন্য রেস্তোরাঁটিতে একসঙ্গে প্রবেশ করেন তারা এবং সময় কাটাতে থাকেন। ধীরে ধীরে রেস্তোরাঁয় খদ্দেরের সংখ্যা বেড়ে গেলে এক সময় তারা চলে যান।
অর্জুনের সঙ্গে দেখা যায়নি তার স্ত্রী মেহেরকে।
সম্প্রতি গুজব শোনা যাচ্ছিল, আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সুজান। আর পাত্রটি হৃত্বিকেরই ঘনিষ্ট এক বন্ধু। যদিও সুজানের মা এ খবরটি গুজব বলেই উড়িয়ে দেন।
মন্তব্য করুন