সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

হারানো দিনের গান নিয়ে হাদী

হারানো দিনের গান নিয়ে হাদী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার নিউজ ডেক্স॥
বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী পুরনো দিনের গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। এতে ষাটের দশকে গাওয়া তার জনপ্রিয় ২০টি গান স্থান পেয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছেন রকেট মণ্ডল। এর ১০টি গান আগেই করা ছিল। বাকি ১০টি গানের কাজ শেষ করে চলতি সপ্তাহে তিনি ভারত থেকে দেশে ফিরেছেন।
এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘পুরনো দিনের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ আয়োজনটি করেছি। আশা করি, নতুনভাবে করা এ গানগুলোতে শ্রোতারা আধুনিকতার ছোঁয়া পাবেন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হচ্ছে গানগুলো তরুণ প্রজন্ম থেকে শুরু করে সংগীত-সংশ্লিষ্ট সবাইকেই অনুপ্রাণিত করবে। এখন এটি প্রকাশের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ বছরের মধ্যেই অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা রয়েছে।’ এই অ্যালবামটি ছাড়াও সৈয়দ আবদুল হাদী আগামীতে একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন। শিগগিরই এর কাজ শুরু করবেন এই শিল্পী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM