মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

ছোট পর্দায় মৌসুমী-সানির ‘ভালোবাসার ২০ বছর’

ছোট পর্দায় মৌসুমী-সানির ‘ভালোবাসার ২০ বছর’

অনলাইন বিজ্ঞাপন

ছোট পর্দায় মৌসুমী-সানির 'ভালোবাসার ২০ বছর'
চ্যানেল আইতে ঈদের পঞ্চমদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ওমর সানী ও মৌসুমী জুটির টেলিফিল্ম ‘ভালোবাসার ২০ বছর’। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন ইউসুফ চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন তানভীর, শাহনেওয়াজ রিপন প্রমুখ।
মৌসুমী-ওমর সানী চলচ্চিত্রের আলোচিত ও সফল জুটি। প্রথমে প্রেম এরপর বিয়ে। দাম্পত্ত জীবনেও সুখে রয়েছেন তারা। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। আর এই দীর্ঘ দাম্পত্য জীবনকে ভিত্তি করেই এ টেলিফল্মটির গল্প তৈরি হয়েছে। তাদের ভালোবাসার ২০ বছরের নানা ঘটনা টেলিছবিটিতে উঠে এসেছে। এ টেলিছবিতে মৌসুমীকে দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে। আর ওমর সানীকে দেখা যাবে একজন বড় ব্যবসায়ী হিসেবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM