বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
এ বিষয়ে চবি তথ্য ও ফটোগ্রাফি শাখা ডেপুটি রেজিস্টার মো. ফারহাদ হোসেন খান জানান, অক্টোবরের ৩ তারিখ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক কাজ শুরু হবে।
এছাড়া ঈদের বন্ধ শেষে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে শাটল ট্রেন ও শিক্ষক বাস।
এ বিষয়ে চবি পরিবহন দপ্তরের উপ–পরিচালক মোহাম্মদ রবিউল আলম জানান, বৃহস্পতিবার থেকে শিক্ষক বাস ও শাটল ট্রেন চালু হবে। তবে আগামীকাল স্বল্প পরিসরে চললেও ৩ অক্টোবর থেকে স্বাভাবিক সময়েই চলবে শাটল ট্রেন।
এদিকে ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। চবি জিরো পয়েন্ট, কলা ঝুঁপড়ি, সমাজবিজ্ঞান ঝুঁপড়ি জমে উঠেছে শিক্ষার্থীদের আড্ডায়।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন স্বপ্নীল বাংলানিউজকে বলেন, ‘বাড়িতে ঈদ করতে গিয়েও ক্যাম্পাসের কথা মনে পড়ছিলো বারবার। বন্ধুরাও চলে এসেছে। আবার আড্ডা-গানে প্রাণ ফিরে পাবে ক্যাম্পাস।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
মন্তব্য করুন