নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজারের মহেশখালীতে দু’গ্রুপের সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম সাজ্জাদ হোসেন (২৯)। তিনি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী গ্রামের আবুল হাশেমের পুত্র। সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় তার পরিবার এবং পুলিশের কাছ থেকে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মহেশখালীর ইউনুসখালী গ্রামে দুইটি সশস্ত্র ডাকাত বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে কুখ্যাত একরাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ ভোরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক ও এক রাউন্ড কার্তুজও উদ্ধার করে পুলিশ। এদিকে সাজ্জাদের পিতা আবুল হাসেম জেলা সদর হাসপাতাল মর্গের সামনে আজ বেলা ১২টায় সাংবাদিকদের কাছে বলেন, তার ছেলে বন্দুকযুদ্ধে মারা যায়নি। পুলিশ গুলি করে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। সাজ্জাদের মৃতদেহের ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহমদ ভুঁইয়া জানান, সাজ্জাদ কুখ্যাত ডাকাত সর্দার একরাম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে দুইটি, পুলিশের উপর হামলাসহ মোট চারটি মামলা রয়েছে। দুইটি মামলার তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানার আদেশ রয়েছে।