বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

হুমায়ূন আহমেদের ছবিতে মাহি

হুমায়ূন আহমেদের ছবিতে মাহি

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন _MG_1812

বরেণ্য কথাশিল্পী হুমায়ূন আহমেদের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ মহরত হয়েছে বুধবার। অনেকটা চমক আকারেই ছবিটির ঘোষণা দেয় এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। পরিচালনা করছেন মেহের আফরোজ শাওন। এদিন ইমপ্রেস টেলিফিল্মের দুটি ছবি শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রার্থনা’ এবং আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’র প্রিমিয়ারে এ ঘোষণা আসে।
ছবিটির মূখ্য চরিত্রে অভিনয় করবেন রিয়াজ ও মাহিয়া মাহি। রিয়াজ এর আগে কাজ করলেও হুমায়ূন আহমেদের গল্পে এবারই প্রথম অভিনয় করবেন মাহি।

পরিচালক শাওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) মঙ্গলবার হঠাৎ করেই এ ছবির ভাবনার কথা বলেন। আর আমারও মনে হলো হুমায়ূন আহমেদকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনটিই বেছে নেওয়া উত্তম। তাই ১৩ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। আর অক্টোবর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM