
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বেতন বৃদ্ধি ধূমপানের হার কমানোর এক অনন্য উপায়। বেতন বাড়ালে ধূমপানের হার কমবে বলে গবেষকরা দাবি করছে।
আমেরিকার এক নতুন গবেষণায় বলা হয়েছে, ১০ শতাংশ বেতন বৃদ্ধি করলে কর্মীদের মধ্যে ৫ শতাংশ ধূমপান কমে যাবে। এক্ষেত্রে ১৭- ২০ শতাংশ পুরুষ কর্মী ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলেদের ধূমপান ছেড়ে দেয়ার সম্ভবনাও থাকে।
এ গবেষণার প্রধান পল লে বলেন, আমাদের গবেষণাটি মূলত কম বেতনের চাকরি যাদের তাদের নিয়ে। ন্যূনতম মজুরি বৃদ্ধি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
এ গবেষণার জন্য পূর্ণকালীন চাকরি করে এমন ২১ থেকে ৬৫ বছরের কর্মীদের উপর জরিপ চালানো হয়। এছাড়া ২১ বছরের কম বয়সীদেরও নেয়া হয়েছে যদিও তাদের বেতন খুবই কম। যারা কখনো ধুমপান করেনি তাদেরও এ গবেষণায় নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমেরিকায় প্রায় ৯০ শতাংশ মানুষ ২০ বছরের আগেই ধূমপান শুরু করে। তাই বেশিরভাগ পূর্ণকালীন চাকরিজীবীদের উপরই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
পল লে বলেন, এক্ষেত্রে বেতন আর ধূমপানের হারের মধ্যে তুলনা করা হয়। আর দেখা যায় বেতন বাড়ার সাথে সাথে ধূমপানের হার কমে যাচ্ছে।
জার্নাল অ্যানটিকুইটিজ এপিডেমোলোজিতে এ গবেষণাটি প্রকাশ করা হয়। সূত্র: জি নিউজ
মন্তব্য করুন