
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন
আইওয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বয়সের সঙ্গে সঙ্গে পেশী দুর্বলতা এবং ক্ষয় রোধে দুটি প্রাকৃতিক যৌগ আবিষ্কার করেছেন। এর একটি পাওয়া গেছে আপেলে এবং আরেকটি সবুজ টমেটোতে।
গবেষকরা আপেলের খোসায় আরসোলিক অ্যাসিড এবং সবুজ টমেটোতে টমাটিডাইন চিহ্নিত করেছেন যা অনাহার ও নিষ্ক্রিয়তার কারণে সৃষ্ট পেশীক্ষয় প্রতিরোধ করে।
তারা গবেষণায় আরসোলিক অ্যাসিড ও টমাটিডাইন পেশীদুর্বলতা এবং বার্ধক্যে ক্ষয়িষ্ণুতা দূর করতে কতটা কার্যকরী তা পরীক্ষা করেছেন। ইন্টারনাল মেডিসিন ও সিনিয়র গবেষক ক্রিস্টোফার অ্যাডামস বলেন, আরসোলিক অ্যাসিড ও টমাটিডাইনে প্রচুর প্রোটিন থাকে যা বার্ধক্যের সময় পেশী দুর্বলতা এবং ক্ষয়িষ্ণুতা মোকাবেলা করে।
এ গবেষণায় বয়স-সম্পর্কিত পেশী দুর্বলতা এবং ক্ষয়িষ্ণুতা জন্য একটি নতুন থেরাপিরও আবিষ্কার হয়েছে।
এতে আরো দেখা যায়, এই উপাদানগুলো ১০ শতাংশ পেশী ভর বৃদ্ধি করবে এবং পেশী মান বা শক্তি ৩০ শতাংশ বাড়াবে।
মন্তব্য করুন