শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

“লাইট হাউজ পাড়া থেকে বিরল প্রজাতির চিতা বাঘের ছানা উদ্ধার”

“লাইট হাউজ পাড়া থেকে বিরল প্রজাতির চিতা বাঘের ছানা উদ্ধার”

অনলাইন বিজ্ঞাপন

সোহেল আরমান:

কক্সবাজারের পৌরসভার ১২ নং ওয়ার্ডে বিরল প্রজাতি এক চিতা বাঘের ছানা উদ্ধর করেছে স্থানীয়রা। শুক্রবার (২২ মে) রাত সাড়ে নয়টার দিকে লাইট হাউজ উত্তর পাড়ার জনৈক আলী মিয়ার বাড়ি থেকে বাঘের ছানাটি উদ্ধার করা হয়।

এ সময় কাশেম নামে এক ব্যক্তি আহত হয়েছে।

পরে কলাতলি বিট কর্মকর্তা মো: সোহেল হোসন’র হাতে বাঘের ছানাটি তুলে দেয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, রাতু অনুমান নয়টার দিকে আলী মিয়ার বাড়ির জানলা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়ে বাঘের ছানাটি। এ অবস্থায় বাড়ির অভ্যন্তরে থাকা লোকজন হৈ ছৈ শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে বাঘের ছানাটি ধরা হয়।

বিট কর্মকর্তা জানান, যেহেতু বন্যপ্রাণীরা আমাদের পরিবেশের সাথে থাকতে পারে না তাই  দ্রুত সময়ের মধ্যে এ বাঘের ছানাটিকে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তনান্তর করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM