বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে আবারো বর্জ্য

কক্সবাজার সৈকতে আবারো বর্জ্য

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে বর্জ্য। তবে এবারে বেশিরভাগই পচনশীল বর্জ্য বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তদন্ত কমিটির সমন্বয়ক মো: আশরাফুল আফসার।

এদিকে সৈকতে বর্জ্য আসার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মো: কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা বীচ পরিদর্শনে যান। এ সময় বীচ পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে সৈকত পরিষ্কারে নামেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দরিয়ানগর সৈকতের এক কিলোমিটারব্যাপী সৈকতে বর্জ্য ভেসে আসার ঘটনা ঘটে। তবে এবারে ভেসে আসা বর্জ্যের মধ্যে পচনশীল বাঁশ জাতীয় উদ্ভিদ, খড়, গাছের ছোট ছোট টুকরা, স্যান্ডেল, ওয়ানটাইম চায়ের কাপ, জাল ও দড়িসহ মাছ ধরার সামগ্রী রয়েছে। এর আগে গত ১১ জুলাই একই সৈকতের ৫/৬ কিলোমিটারব্যাপী এলাকায় অকস্মাৎ হাজার টনেরও বেশি বর্জ্য ভেসে এসেছিল। যার বেশিরভাগই অপচনশীল।

সামাজিক সংগঠন ‘টিম কক্সবাজার’র সমন্বয়ক গাজী নাজমুল হক জানান, সামুদ্রিক জোয়ারের সাথে এসব বর্জ্য ভেসে আসতে থাকে। তবে গতবারের বর্জ্যের সাথে শতাধিক মুমুর্ষু ও মৃত কচ্ছপ, সাপ, বার্নাকলসহ নানা সামুদ্রিক প্রাণী দেখা গেলেও এবার তা দেখা যায়নি। এছাড়া ভেসে আসা বর্জ্যগুলো পচনশীল।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, জোয়ারের সাথে সৈকতে আবারো বর্জ্য আসার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সময়ে সৈকত পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

হঠাৎ করে কক্সবাজার সৈকতে বর্জ্য ভেসে আসার কারণ তদন্ত করতে যে কমিটি গঠন করা হয়েছে তাদের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেয়া যাবে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তদন্ত কমিটির সমন্বয়ক মো: আশরাফুল আফসার বলেন, হঠাৎ সৈকতে বর্জ্য আসা নিয়ে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে এসেছি। এটি নিয়ে উচ্চ পর্যায়ে গবেষক দল কাজ করছে। আগামি দু’এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে। এরপরই বিস্তারিত জানানো যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM