শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

মোটরসাইকেলে পাচার করতেন ইয়াবা

মোটরসাইকেলে পাচার করতেন ইয়াবা

অনলাইন বিজ্ঞাপন

মোটরসাইকেলে ইয়াবা পাচার হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার (ডিবি) একটি টিম। এ সময় মোটর সাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা পরিবহণের অভিযোগে মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামু ফুটবল চত্তর (ব্রীজের নীচে) এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক ইয়াবা ব্যবসায়ীর নাম মনজুরুল আলম (৩৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার ৬ নং ওয়ার্ডের ছোট ডেমশার ফজলুল কবিরের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, একটি মোটর সাইকেলে ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রামুর ফুটবল চত্বর এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। রাত বারোটার দিকে প্রধান সড়কের উপর নির্মিতব্য ব্রীজের নীচ থেকে মোটরসাইকেল আরোহী মঞ্জুর আলমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা থাকার কথা স্বীকার করেছে। পরে সে নিজেই মোটরসাইকেলের তেলের ট্যাংকে কৌশলে লুকানো অবস্থায় ৪০টি বোতল বের করে। প্রতিটি বোতলে ৬২৫পিস করে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM