ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।
আজ বুধবার (১৭ নভেম্বার) বিকেল ৫ টায় কক্সবাজার জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি এসএম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এ সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম বিভিন্ন ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কক্সবাজারের ছেলেরা অংশ গ্রহণ করেন।
কর্মসূচি শেষে কক্সবাজার জেলা থেকে আগত ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সম্পাদক।