কুষ্টিয়ায় রাতের আধারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কক্সবাজার পলিটেকনিক ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৩টায় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কক্সবাজার পলিটেকনিক ক্যাম্পাস থেকে শুরু হয়ে লিংক রোড চত্বরে এসে শেষ হয়। এরপর বিক্ষোব্ধ ছাত্রজনতা এক প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমোবেশে পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ওসমারী, কক্সবাজার পলিটেকনিক ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, আনজুমান রশিদ বকুল, তফসির মোহাম্মদ সম্রাট, ঝিলংজা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহব্বায়ক ফারুক সিকদার, পি এম খালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুল আবছার প্রমুখ।