শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০১ অপরাহ্ন

খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী

খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী

অনলাইন বিজ্ঞাপন

ডেক্স রিপোর্টস:
বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রায়ই মাঠে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার খেলা দেখতেও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান তিনি।
রাত ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিকটাত্মীয় স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এর আগে বাঁচা-মরার ম্যাচে গুরুত্বপূর্ণ টসটা জিতে আগে ব্যাটিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
তবে এ ম্যাচে জিতলেই এশিয়া কাপ ফাইনাল—এই সমীকরণ নিয়ে খেলতে নামা বাংলাদেশ আজ দলে পাচ্ছে তামিম ইকবালকে। টুর্নামেন্টে কোনো ম্যাচেই ভালো সূচনা পায়নি বাংলাদেশ, সুতরাং আজ এই বাঁহাতি ওপেনারের উপস্থিতি অবশ্যই অনুপ্রাণিত করবে দলকে।
তামিম ছাড়াও দলে এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এই দুজন এসেছেন মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসানের জায়গায়। পাঁজরের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেছে মুস্তাফিজের। আর ঘাসবিহীন উইকেটে স্পিন শক্তি বাড়াতে নুরুলকে সরিয়ে আনা হয়েছে সানিকে। পাকিস্তান দলেও পরিবর্তন আছে একটি—মোহাম্মদ নওয়াজের বদলে দলে এসেছেন আনোয়ার আলী।

সূত্র-বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM