শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন বিজ্ঞাপন

মিছবাহ উদ্দিন, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, রোধে আইন শৃংখলা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় কক্সবাজার সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-রামু কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক আব্দু রাজ্জাক এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কক্সবাজার বিপিএম (বার) এ.বি.এম মাসুদ হোসেন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল বণিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কক্সবাজার মোঃ আদিবুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ শাহাজান কবির, সদর উপজেলা পুলিশিং এর উপদেষ্টা আবু তালেব ও সদর আ.লীগের সাধারণ সম্পাদক মাহমদুল করিম মাদু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পুলিশের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তাছাড়াও প্রসঙ্গক্রমে ঈদগাহ বাজার ও বাসষ্টেশনের যানজটের বিষয়ে পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশের সদস্য প্রয়োজনের তুলনায় কম হওয়ায় বাজারের ভিতরে ট্রাফিক সেবা দেওয়া সম্ভব নয়। তবে বাসস্টেশনে পরিমাণ মত জায়গা নেই পাশাপাশি বিভিন্ন বাস সংগঠন জায়গা দখল করে নেওয়ায় যানজট কমানো সম্ভব হচ্ছে না। তবে সকলের সহযোগিতা থাকলে বাস মালিকদের জায়গা ছেড়ে দিতে আল্টিমেটাম দেওয়া হবে। অন্যতায় তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।
এ সমাবেশে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM