শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

পোকখালীতে চাঁদা না দেয়ায় কৃষকের উপর হামলা

পোকখালীতে চাঁদা না দেয়ায় কৃষকের উপর হামলা

অনলাইন বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
চাঁদা না দেয়ায় কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে লবন চাষীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুর দুইটায় উপজেলার ঈদগাঁও পশ্চিম গোমাতলি সি ব্লাক কাটাঘোনা লবন মাঠে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
আহত লবন চাষীর নাম রশিদ আহমদ (৩০)। তিনি পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলি এলাকার বাসিন্দা আবু বক্কর’র ছেলে।
আহত রশিদ জানান, বাবা (আবু বক্কর) গোমাতলি ভূমিহীন সমিতির ৭৬ নং সদস্য। সে সুবাদে বাবার নামে বন্দোবস্তকৃত জমি গত বিশ বছর ধরে লবন চাষ করে আসছি। সম্প্রতি সমিতির প্রভাবশালী সদস্য মৃত ফরুখ আহমদের পুত্র ছৈয়দ আকবর (৫০) তার ভাই দানুমিয়া (৫২) এবং মৃত এজাহার মিয়ার পুত্র আবুল কাশেম লেদু (৫০) চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে মাঠে লবন চাষ করতে দিবে না বলে হুশিয়ার দিয়ে আসছে কয়েক মাস ধরে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার আমি মাঠে লবন চাষ করতে গেলে তারা হামলা চালায়।
তাদের হামলায় আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের ব্যাডে আছি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM