শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারে এক লাখ পিস  ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক -৩ 

কক্সবাজারে এক লাখ পিস  ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক -৩ 

অনলাইন বিজ্ঞাপন

বিশেষ প্রতিনিধিঃ 
কক্সবাজারে এক লাখ পিস  ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক -৩
জেলা প্রতিনিধি, কক্সবাজার ২০ অক্টোবর ১৮

কক্সবাজারে এক লাখ পিস ইয়াবা ও মিয়ানমারের নাগরিকসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

কক্সবাজার-টেকনাফ সড়কের বিসিক এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।
মেজর মেহদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, টেকনাফ জালিয়া পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ জোহর (৩৫), উখিয়ার ধুরুমখালী এলাকার মৃত বাদশাহ মিয়ার পুত্র মোঃ বেলাল(২২) এবং মিয়ানমারের মংডু চামিলা পাড়া এলাকার বনি আমিনের পুত্র মোঃ ছদরুল আমিন (২১)।
মেজর মেহদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি  ঢাকা মেট্টো-চ -১১-৯৩০৫ নং একটি মাইক্রোবাসে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের বিসিক এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাসি চালানো হয়। এ সময় গাড়িতে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের বহনের দায়ে গাড়িতে থাকা রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM