শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ অনুযায়ী সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

১৮ জুলাই কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার সরকারি কলেজের সার্বিক সহযোগিতায় কলেজের কলা ভবনের সামনে ১২০ টি গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক হতে পাঠের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাবিবুল হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মাসুদুর রহমান মোল্লা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জনাব মোঃ আলী কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. শামসুল হুদা।

বক্তাগণ জাতির সূর্য সন্তান মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এরূপ কর্মসূচি আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এরূপ স্মরণীয় উদ্যোগ অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ উল্লাহ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM