বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

ঈদগাঁওতে মাদ্রাসা সড়কটির “মরন ফাঁদ”

ঈদগাঁওতে মাদ্রাসা সড়কটির “মরন ফাঁদ”

Exif_JPEG_420

অনলাইন বিজ্ঞাপন

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

চলাচলের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁওতে মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটি বর্তমানে মরন ফাঁদে পরিনত হয়ে পড়েছে। সড়ক জুড়েই বড় বড় নয়টি গর্তে সয়লাভ হয়ে উঠেছে। অল্প বৃষ্টিতে যত্রতত্র স্থানে গর্তে পানি জমে চলাফেরা অযোগ্য হয়ে পড়েছে।

বেকায়দায় পড়েছে স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের প্রিয় শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে চোখে পড়ে। সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বর্স্থ অংশের সড়কটি দীর্ঘদিন সংস্কার কাজ না করার ফলে মাদ্রাসা সড়ক দিয়ে বর্তমানে জন ও যানবাহন চলাচল অনেকটা বৃদ্বি পেয়েছে। উক্ত সড়কটি গর্তের সৃষ্টির কারনে মরন দশার কবলে পড়ে চলাফেরার অযোগ্য বললেই চলে। এদিকে মাদ্রাসা গেইট সংলগ্ন দু পাশে গর্তের সৃষ্টি হলেই, সামান্য পরিমান বৃষ্টির পানি জমে জন ও যান চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। লঙ্কর ঝঙ্কর মার্কা সড়ক পেরিয়ে শিক্ষালাভ করতে বিদ্যালয়মুখী হচ্ছে শত শত শিক্ষার্থীরা।

সন্ধ্যাকালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে অপ্রীতিকর দূর্ঘটনার আশংকাও প্রকাশ করেন চালকরা। পথচারী নুরুল আজিম ও আলম তাহের জানান, বর্তমানে ব্যস্তবহুল সড়ক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মাদ্রাসা সড়কটি। সড়ক জুড়েই প্রায় অংশে গর্ত আসলেই ঝুকিঁপূর্ন। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। তবে একাধিক শিক্ষার্থীরা জানান, যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম মাদ্রাসা সড়কটি সংস্কার অতীব জরুরী।

প্রতিনিয়ত অযথা ভোগান্তিতে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীসহ সাধারন লোকজনদেরকে। তাই দ্রুত সময়ে এই গুরুত্ববহ সড়ক সংস্কারের দাবী পথচারী,শিক্ষার্থী,যাত্রী ও সচেতন এলাকা বাসীর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM