শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

বীমা উন্নয়নে ৫২০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

বীমা উন্নয়নে ৫২০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

অনলাইন বিজ্ঞাপন

জাতীয় ডেস্ক

দেশের বীমা খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ দিচ্ছে বহুমুখী সংস্থা বিশ্বব্যাংক। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) আওতায় সাড়ে ৬ কোটি ডলারের সহায়তা পাবে সরকার, দেশি মূদ্রায় যা দাঁড়ায় ৫২০ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের (আইডিআরএ) সদস্য গকুল চাঁদ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প শীর্ষক আওতায় এ টাকা পাওয়া যাবে। বিশ্বব্যাংকের আইডিএ তহবিল থেকে পাওয়া এ ঋণের জন্য সার্ভিস চার্জ দিতে হবে বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ ঋণ পরিশোধে ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছর সময় পাওয়া যাবে।

অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রাষ্ট্র মালিকানাধীন বীমা করপোরেশন ২০২২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM